স্যানিটারী ব্যবসায়ী মোঃ মাসুম বিল্লাহ এখন পরিবেশবান্ধবব নির্মান সামগ্রী উৎপাদক।

Background (পটভূমি)
পল্লী স্যানিটারি এর মালিক জনাব মোঃ মাসুম বিল্লাহ, বয়স ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা এইচ এচ সি.; তিনি কয়েক রছর ধরে মুক্ষাইট মোড়, বাগেরহাটে রিং, স্লাব, ঢাকনা, পিলার, পাইপ, ভেন্টিলেটর ইত্যাদি মালামাল প্রস্তুত ও বিক্রয় করে আসছেন। অতিতে তিনি কোডেকের পরামর্শে ”আধানীবিড়” পদ্ধতিতে মাছ চাষ করেন, এবং তখন থেকে কোডেকের সাথে তার পরিচয় ও সুসম্পর্ক। সম্প্রতি কোডেক মাইক্রোফাইন্যান্স ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রকল্পের কর্মকর্তাদের মাধ্যমে এসইপি প্রকল্প সম্পর্কে অবগত হন ও সদস্য হয়ে ঋণ গ্রহন করেন।

Contact details (যোগাযোগের ঠিকানা) : মুক্ষাইট, বাগেরহাট।

Name of storyteller*: মোঃ মাসুম বিল্লাহ
Name of person recording story: এস এম তানভীর হোসেন
Location: মুক্ষাইট, বাগেরহাট।
Date of recording: 03/30/2022
* (If they wish to remain anonymous, don’t record their name or contact details)
Questions:
1. Tell me how you (the storyteller) first became involved with SEP and what your current involvement is:
(আপনি প্রথমে কিভাবে এসইপি-তে যুক্ত হলেন এবং বর্তমানে আপনার অবস্থা সম্পর্কে বিস্তারিত বলুন?)

কোডেকের পরামর্শে ”আধানীবিড়” পদ্ধতিতে মাছ চাষ করার সময় থেকে কোডেককে চিনি, বেশ কয়েক মাস আগে কোডেক এসইপি প্রকল্পের কয়েকজন কর্মকর্তা আমার কাছে আসেন এবং প্রচলিত ইট তৈরিতে যে পরিমান উর্বর মাটি ও পরিবেশের ভারসাম্য নষ্ঠ হচ্ছে তা বর্ননা করেন। তারপর তাদের সহোযোগিতায় কয়েকটি ট্রেনিং ও সেমিনারে আমি অংশ নেই। স্যানিটারী ব্যবসার পাশাপাশি আমি পরিবেশবান্ধব নির্মান সামগ্রী উৎপাদক হওয়ার সপ্ন দেখি। তারই ধারাবাহিকতায় এসইপি প্রকল্পের একটি ম্যানুয়াল মেশিন কয়েক দিনের জন্য আমার কাছে রেখে উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন করি। আমার মনে হয়েছিল এটা শুধুমাত্র ব্যবসা নয়, এটাকে দেশের সেবা করাও বলা যায়। তাই আমি কোডেক—এসইপি প্রকল্পের মাধ্যমে ১,৫০,০০০ টাকা ঋণ সহায়তা নিয়ে একটি সেমি অটোমেটিক ম্যাশিন ক্রয় করে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী উৎপাদন করছি।
2. Tell me what was your (the storyteller) condition before the change happened?
[Hints: Economic, social, business, working environment, waste recycling etc.]
(এসইপি-তে যুক্ত হওয়ার ফলে আপনার জীবনের যে পরিবর্তন লক্ষ্য করছেন, সেটির পূর্বে আপনার অবস্থা সম্পর্কে বর্ণনা করুন)

আমি কোনোদিন ভাবি নাই যে, সেনিটারি ব্যবসা করে আমি কোন একদিন ব্লক উৎপাদক ও বিক্রেতা হতে পারব, আমি ভাবি নাই যে আমি দেশের জন্য কিছু করতে পারবো, আমি কখনোই জানতাম না যে সামান্য সেনিটারি ব্যবসা তে ও পরিবেশগত চর্চা বলে অনেক কিছু আছে। দেশের জন্য কিছু করতে পারছি, সরকারি উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছি এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আমার ফাস্টর্ এইড বক্স ছিলো না, ফায়ার এক্সটিংগুইশার ছিলো না, এসইপি প্রকল্পের পরামর্শ অনুযায়ী আমি এখন এগুলো সংগ্রহ করেছি ও ব্যবহার করি।

3. From your point of view, describe a story that represents the most significant change of microenterprises/How the change happened (the process) and how the changes impacting (results) your life as a result of SEP interventions?
[Hints: Changes in domains i.e., adoption of environmentally sustainable practices, beneficiaries satisfaction on project interventions, nature of continuation of environmentally sustainable practices, profitability/economic activities which impacting the life of microenterprise owners/families/workers/Communities]
(এসইপি-এর হস্তক্ষেপের ফলে পরিবর্তনটি কীভাবে ঘটল (প্রক্রিয়া) এবং কীভাবে পরিবর্তনগুলি আপনার জীবনকে প্রভাবিত করেছে (ফলাফল)?

এসইপি প্রকল্পের কর্মকর্তাগণের পরামর্শ অনুযায়ী আমি হ্যান্ড প্রেস মেশিন পরিবর্তন করে নতুন সেমি অটোমেটিক মেশিন ক্রয় করি, যা আমার এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। বিভিন্ন পরিবেশগত চর্চা করায় আমার প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঝঁুকিও কমেছে অনেকটা।

4. How the change is impacting (results) to the other microenterprises owners/families/workers/ Communities?
(উল্লেখিত পরিবর্তনটি কীভাবে অন্যান্য ক্ষুদ্র-উদ্যোগের মালিক/পরিবার/শ্রমিক/সম্প্রদায়গুলিতে প্রভাব ফেলছে (ফলাফল)?)

এই প্রকল্পে যুক্ত হয়ে আমার আয় বৃদ্ধি পেয়েছে যা আমার এবং আমার পরিবারের জীবন যাত্রার মান পরিবর্তন করেছে, সমাজের প্রতি আমাকে দায়িত্বশীল করে তুলেছে,৷ অন্যান্য উদ্যোক্তাগন আমার কাছে আসেন ও পরামর্শ নেন, প্রতিষ্ঠানে শ্রমিক বেড়েছে সুতরাং নতুন কর্মসন্ধানের সুযোগও সৃষ্টি হয়েছে।

5. Why is this significant to you?

[Hints: Quotation, narratives regarding the difference made now or will it make in the future in participants’ life]
(উপরে উল্লেখিত পরিবর্তন কেন আপনার কাছে তাৎপর্যপূর্ণ?)

সুন্দর একটি সপ্ন দেখে সেই অনুযায়ী উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করে এগিয়ে যাওয়ার মতো একজন মানুষ জনাব মাসুম বিল্লাহ। ব্লক তৈরির মেশিন ক্রয়ের কিছু দিনের মধ্যেই তিনি মিক্সার মেশিন কিনেছেন, নতুন শেড করেছেন, পাশাপাশি পার্কিং টাইলস তৈরির পরিকল্পনাও হাতে নিয়েছেন। সবকিছু মিলিয়ে তিনি তার সপ্ন বাস্তবায়নেরর জন্য দ্রুত কাজ করে যাচ্ছেন।

6. Additional comments, if any:
(অতিরিক্ত মন্তব্য, যদি থাকে)

তিনি প্রকল্পের কাছ থেকে আরও প্রশিক্ষণ ও শিখন ভ্রমন আশা করেন।