অটোরিক্সা ও প্রচার মাইকের মাধ্যমে তিন দিন ব্যপী সচেতনামুলক প্রচার

কোডেকএসইপি প্রকল্পের পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন প্রযুক্তির সম্প্রসারণ উপপ্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী সংশ্লিষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট সদর, যাত্রাপুর, ফকিরহাট, চুলকাটি, লখপুর, কাজদিয়া সেনেরবাজার শাখার বিভিন্ন এলাকায় (২৪২৬ এপ্রিল ২০২২) অটোরিক্সা প্রচার মাইকের মাধ্যমে তিন দিন ব্যপী সচেতনামুলক প্রচার করা হয়। প্রচারকালে আগ্রহী ব্যাক্তিদের মাঝে লিফলেট ব্রুশিয়র বিতরণ করা হয়। শ্রোতাদের মাঝে অনেকেই আগ্রহ প্রকাশ করেন এবং প্রচারে উল্লেখিত কোডেকএসইপি প্রকল্পের মোবাইল নম্বরে কয়েকজন যোগাযোগ করেন

0
15 views