(০৫ জুন-২০২২) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
বিশ্ব পরিবেশ দিবস–২০২২
প্রতিপাদ্যঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন (Living Sustainability in Harmony with Nature)
স্লোগানঃ একটাই পৃথিবী (Only one Earth)
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)”- উপ–প্রকল্প ” বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তির সম্প্রসারণ , সাব–সেক্টর: পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী এর অধীন বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তানে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে (০৫ জুন–২০২২) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।
