মডেল লাইব্রেরী নির্মাণ কাজের শুভ উদ্ভোধন
বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী ডিগ্রী কলেজে পিকেএসএফ ও কোডেক এর অর্থায়নে (SEP) পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তির সম্প্রসারণ উপ–প্রকল্পের আওতায় কংক্রিট ব্লক ও ইট দ্বারা একটি মডেল লাইব্রেরী নির্মাণ করা হবে। অদ্য ১১ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরী নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন, জনাব খুরশীদ আলম পিএইচডি; নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার–কোডেক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মীর শওকত আলী বাদশা; সাবেক সাংসদ, জনাব খোন্দকার অসিফ উদ্দিন রাখী; অধ্যক্ষ, খানজাহান আলী ডিগ্রি কলেজ, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কোডেক প্রধান কার্যালয় এর পরিচালক–মাইক্রো ফিন্যান্স,উপপরিচালক–কার্যক্রম, উপসহকারী পরিচালক, সিনিয়র যোনাল ম্যানেজার, কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং কোডেক–সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের সকল কর্মকতাগণ।