মডেল লাইব্রেরী নির্মাণ কাজের শুভ উদ্ভোধন

বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী ডিগ্রী কলেজে পিকেএসএফ কোডেক এর অর্থায়নে (SEP) পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রযুক্তির সম্প্রসারণ উপপ্রকল্পের আওতায় কংক্রিট ব্লক ইট দ্বারা একটি মডেল লাইব্রেরী নির্মাণ করা হবে। অদ্য ১১ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরী নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন, জনাব খুরশীদ আলম পিএইচডি; নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারকোডেক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মীর শওকত আলী বাদশা; সাবেক সাংসদ, জনাব খোন্দকার অসিফ উদ্দিন রাখী; অধ্যক্ষ, খানজাহান আলী ডিগ্রি কলেজ, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কোডেক প্রধান কার্যালয় এর পরিচালকমাইক্রো ফিন্যান্স,উপপরিচালককার্যক্রম, উপসহকারী পরিচালক, সিনিয়র যোনাল ম্যানেজার, কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং কোডেকসাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের সকল কর্মকতাগণ।

10
119 views