বেইজলাইন সার্ভে (KII ও FGD)
অদ্য ২৮/০৩/২২ ইং তারিখ হইতে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট, উপ–প্রকল্পঃ বান্ধব নির্মাণসামগ্রী প্রস্তুত ও প্রযুক্তির সম্প্রসারণ এর আওতায় পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর জনাব আরেফিন বাদল, ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান বাচ্চু এবং কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বেইজলাইন সার্ভে (KII ও FGD) প্রাথমিক পর্যায়ে সম্পাদন করেন রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মোঃ আব্দুল মতিন।