বেইজলাইন সার্ভে (KII ও FGD)

অদ্য ২৮/০৩/২২ ইং তারিখ হইতে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট, উপপ্রকল্পঃ বান্ধব নির্মাণসামগ্রী প্রস্তুত প্রযুক্তির সম্প্রসারণ এর আওতায় পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর জনাব আরেফিন বাদল, ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান বাচ্চু এবং কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বেইজলাইন সার্ভে (KII FGD) প্রাথমিক পর্যায়ে সম্পাদন করেন রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মোঃ আব্দুল মতিন।

18
155 views