সচেতনতামুলক নোটিশ
পটুয়াখালী জেলের গলাচিপা উপজেলার কল্যাণকলস শাখার আওতাধীন কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিদর্শন করেন অত্র শাখার শাখা ব্যবস্থাপক (আব্দুর রহমান), এসইপি প্রকল্পের ডকুমেন্টেশন অফিসার (এস এম তানভীর হোসেন), ও পরিবেশ কর্মকর্তা (সৈয়দ হাসিব আলি)।
উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি প্রকল্পের লিফলেট, ব্রুশিয়র, সচেতনতা মূলক স্টিকার ও নোটিশ প্রদান করেন।
ফাস্ট এইড বক্স
এসইপি প্রকল্পের ডকুমেন্টেশন অফিসার (এস এম তানভীর হোসেন), ও পরিবেশ কর্মকর্তা (সৈয়দ হাসিব আলি) বগেরহাট সদর, ফকিরহাট ও রুপসা থানার কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তা পরিদর্শন করেন এবং পরিবেশগত চর্চার অংশ হিসাবে ফাস্ট এইড বক্স প্রদান কনে।
অগ্নি নির্বাপক ব্যবস্থা
কোডেক এসইপি প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তা জনাব মাসুম বিল্লাহ তার কারখানায় পরিবেশগত চর্চা হিসাবে ফায়ার এক্সটেংগুইসার রেখেছেন।