Khan Jahid Hasan

খাঁন জাহিদ হাসান
আরশাদ রোহান কংক্রিট ফ্যাক্টরি
কাজদিয়া, রুপসা, খুলনা
হলো ব্লক, সলিড ব্রিকস ও পারর্কিং টাইলস, ইউনিব্লক উৎপাদন
01715785603

মোঃ খান জাহিদুল ইসলাম বাণিজ্যিকভাবে কংক্রিট হলো ব্লক/সলিড ব্রিক্স, ইউনি পেভার্স এবং পার্কিং টাইল্স উৎপাদন ও বিক্রয় উদ্দেশ্যে নিজস্ব জায়গায় একটি শেড নির্মাণ করেন । কিন্তু সঠিক কোন নির্দেশনা ও কারিগরি জ্ঞানের অভাবে তিনি সামনে অগ্রসর হতে পারছিলেন না। এরপর কোডেক—এসইপি ইকো ফ্রেন্ডলি কনষ্ট্রাকশন প্রকরে্পর সাথে যুক্ত হওয়ার পর বিভিন্ন প্রশিক্ষণ,কর্মশারা, শিখন ভিজিটের মাধ্যমে তার অভিজ্ঞতা , সাহস ও মনোবল বৃদ্ধিপায়। এরপর প্রকল্পের পরমর্শ ও সহায়তা করা হয় । তাকে ভাইব্রেটর সমৃদ্ধ হ্যান্ড প্রেস মেশিন, মিক্সার মেশিন, ভাইব্রেটর টেবিল, ডাইচ/ফর্মা ইত্যাদি যন্ত্রপাতি/ মালামার ক্রয় করতে প্রকল্প থেকে সহায়তা করা হয়। বর্তমানে প্রায় ২৫০০০ পিচ সলিড ব্রিক্স এর অর্ডার নিয়ে সলিড ব্রিক্স উৎপাদন করছেন যা প্রয়োজনীয় চাহিদা পূরনের জন্য এ মেশিন যথেষ্ট হচ্ছে না। কোডেক—এসইপি সদস্য হওয়ার পর প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিয়ে তিনি মান সম্মত পন্য উৎপাদনে অধিকতর সচেষ্ট হয়েছেন। ইতোমধ্যে তিনি ইটের স্ট্রেন্থ টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছেন যা যথেষ্ট গুনগতমান সম্পন্ন।