Arshad Seikh

মেসার্স নিরব এন্টারপ্রাইজ
সুন্দরঘোনা, ষাটগম্বুজ, বাগেরহাট সদর
হলো ও সলিড ব্রিকস উৎপাদক
01826047277
অনলাইন থেকে কংক্রিট ব্লক তৈরী ও ব্যবহার দেখে উদ্বুদ্ধ হয়ে ইতোপূর্বে হাতের তৈরি ফর্মাতে তৈরী কিছু হলো ব্লক উৎপাদন ও বিক্রি করছেন। তবে করোনা মহামারি তে তার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং পুনরায় বিভিন্ন কাজের ব্যস্ততায় তিনি আর ব্যবসা শুরু করেননি। পরবর্তীতে কোডেক—এসইপি প্রকল্পের সাথে সম্পর্ক হওয়ার পর কোডেকে বাগেরহাট সদর শাখার সদস্য হন। এরপর থেকে প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিয়ে কংক্রিট ব্লক/ব্রিক্স উৎপাদনের জন্য পুনরায় সচেষ্ট হন এবং সর্বশেষ তিনি হ্যান্ড প্রেস চমৎকার একটি মেশিন তৈরী করেন নিজস্ব মেধা ও কারিগরি দক্ষতার মাধ্যমে যা অত্যন্ত প্রশংসার দাবীদার। বর্তমানে প্রকরে্পর সহায়তায় প্রজনীয় উপকরণ ক্রয়কে তিনি ম্যানুয়াল এই মেশিন দিয়ে কংক্রিট সলিড ব্রিক্স,হলোব্লক তৈরী করছেন। হলো ব্লক ও সলিড ব্রিক্স উভয় ধরনের পন্য তৈরীর জন্য নিজস্ব জায়গায় একটি পাকা ফ্লোর ও সেড তৈরী করেছেন এবং পন্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল (সিমেন্ট, বালি, পাথর কুচি, কেমিক্যাল ইত্যাদি) কারখানার পাশে সংগ্রহ করে মজুদ করেছে। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন সম্প্রসারণে এবং কারখানার পরিবেশবান্ধব চর্চা নিশ্চিত করতে প্রকল্পের নির্ধারিত উপকরন ও মালামাল সহায়তা উদ্যোক্তার জন্য অনেক সহায়ক হয়েছে। আমরা আশা করছি এসইপি প্রকল্পের উদ্দেশ্য তার কাজের মাধ্যমে অর্জিত হবে বলে প্রত্যাশা করছি। তার ব্যবসার ভবিষ্যত পরিকর্পনা পর্যায়ক্রমে আরো সম্প্রসারণ করা করা হবে। সারা বছরব্যাপী উৎপাদন অব্যাহত থাকবে এবং সরকারের চাহিদার কথা বিবেচনা কেও ইউনিব্লক উৎপাদন করা হবে এবং পন্যেও গুনগতমান উন্নয়নে জোর দেয়া হবে। এছাড়া বাগেরহাট জেলা, উপজেলা ও অন্যান্য দক্ষিনাঞ্চলের অন্যান্য জেরা গুলোতে তার পন্যের বাজার সম্প্রসারণ করা হবে। আমরা আশা করছি তিনি একজন মডেল উদ্যোক্তা হিসেবে আত্বপ্রকাশ করেছেন এবং তার দেখাদেখি অন্যান্য উদ্যেক্তাগনও উৎসাহিত হবেন।