CODEC Climate Resilient Housing Project
in Eventsউদ্যোক্তাদের উজ্জীবিত রাখতে তাদের উৎপাদিত ব্লক বিক্রির সুযোগ তৈরি ও মানুষের মাঝে সচেতনতা ও আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার—কোডেক ক্লাইমেট রেজিলিয়েন্ট হাউজিং প্রকল্প হাতে নেয় যেখানে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী (ব্লক) ব্যবহার করে বাড়ি নির্মাণ করলে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ৩৫০,০০০ টাকা করে ঋণ প্রদান ও কোডেক রেজিলিয়েন্ট হাউজিং টেকনিক্যাল টিম কর্তৃক বিনামূল্যে বিভিনড়ব কারিগরি সহায়তা প্রদান করা হয়, যার ফলে কর্ম এলাকায় একাধিক স্থাপনা নির্মিত হওয়ায় এই পণ্যের বিক্রয়, ব্যবহার ও প্রচার বৃদ্ধি পেয়েছে। কোডেকের এ উদ্যোগের ফলে এসইপি প্রকল্পের কার্যক্রম বেগবান হয়েছে। কোডেক এর পরিচালক; স্থপতি জনাব কাজী ওয়াফিক আলম বলেন— ‘‘যারা প্রকল্প এলাকায় পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করে স্থাপনা তৈরি করবেন, কোডেক তাদের বিভিনড়ব কারিগরি সহযোগিতা করবে।”
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার — কোডেক পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর প্রচার—প্রসার ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কোডেক রেজিলিয়েন্ট হাউজিং প্রকল্পের পাশাপাশি কোডেকের অর্থায়নে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় একটি ছাত্রীবান্ধব টয়লেট ও ফিজিক্যালি চ্যালেন্জড শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী একটি টয়লেট নির্মাণ করেছে। এ সকল স্থাপনা নিমার্ণে জনাব কাজী ওয়াফিক আলম, পরিচালক, কোডেক, প্রোগ্রাম এ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট, প্রধান কার্যালয়— এর নেতৃত্বে —আর্কিটেকচারাল প্লান ডেভেলপমেন্টসহ সার্বিকভাবে তত্ত্বাবধান ও সহযোগিতা করেন।