Md Maruf Hossain

তামিম এন্টারপ্রাইজ

চন্দ্রপাড়া বাজার, কচুয়া, বাগেরহাট।

মো: মারুফ হোসেন

01915-484966

এক সময়ের ইটের পাঁজা ব্যবসায়ী, এখন সফল ব্লক ব্যবসায়ী
জনাব মারুফ হোসেন শেখ ১৯৯৬ সালে সরকারি পিসি কলেজ, বাগেরহাট থেকে স্নাতক পাস করেন। লেখাপড়া শেষ করে একটি লাইভ ইন্সুরেন্স কোম্পানিতে তিন বছর চাকরি করেন। চাকরি ছেড়ে শুরু করেন ইটের পাজা তৈরি ও কাট দিয়ে পুড়িয়ে বিক্রি করা।
একদিন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তার ইটের পাঁজা এবং প্রস্তুতকৃত প্রায় ২ লক্ষ ইট ও কাঁচামাল হিসাবে প্রায় ২১০০ মন কাট বাজেয়াপ্ত করে ও তাকে জেল জরিমানার আওতায় আনা হয়। জেল থেকে বের হয়ে হতে চেয়েছিলেন ব্লক ব্যবসায়ী। কিন্তু কোন ধারণা না থাকায় ইচ্ছা থাকা শর্তেও তিনি এই ব্যবসা শুরু করতে পারছিলেন না।
তখন কোডেক এসইপি প্রকল্প জনাব মারুফ শেখ কে প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান, কারিগরি সহায়তা প্রদান, প্রচার প্রচারণার জন্য তাকে বিভিন্ন রকম ফেস্টুন ও একটি সাইনবোর্ড তৈরি করে দেন পাশাপাশি তাকে কয়েকজন উদ্যোক্তার মেশিন ও উৎপাদন সরজমিনে পরিদর্শন করানো হয় যাতে তার বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়।
এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনাব মারুফ শেখ হাতের তৈরি ফরমা দিয়ে ব্লক তৈরি ও বিক্রয় করছিলেন যার মধ্যে প্রায় তিন হাজার ব্লক দিয়ে এলাকায় দুইটি বেডরুম একটা ড্রয়িং রুম ও কিচেন বাথরুম সহ ছাদ ওয়ালা একটি দৃষ্টিনন্দন বাড়ি সম্পূর্ণ হয়েছে। জনাব মারুফ হোসেন জানান বর্তমানে তিনি হল ব্লকের অনেক অর্ডার পাচ্ছেন এলাকাবাসী কৌতূহলবশত তার ফ্যাক্টরি ভিজিট করছে এবং স্থানীয় জনগণ তার এই কাজকে সাধুবাদ জানাচ্ছে।
তার ব্যবসা সম্প্রসারনের জন্য প্রকল্প থেকে মেশিন ক্রয়ে অনুদান সহায়তা, স্বল্প সুদে ঋণ প্রদান ও অনলাইনে ব্যবসার প্রচার করা হয়েছে। ফলে তিনি ম্যানুয়াল মেশিন বাদ দিয়ে সেমি অটোমেটিক মেশিন ক্রয় করতে পেরেছেন। আমাদের প্রচারনায় সম্প্রতি তিনি একটি মাদ্রাসা নির্মাণের প্রয়োজনীয় ব্লকের অর্ডার পান।
ইটের পাজা ব্যবসা থেকে সরে আসা ব্লক ব্যবসায়ী জনাব মারুফ হোসেনের সফলতা কামনা করছি।