MD Masum Billah

মোঃ মাছুম বিল্লাহ

পল্লী স্যানিটারি

মুক্ষাইট, গোটাপাড়া, বাগেরহাট সদর

হলো ,সলিড ব্রিকস  ও স্যানিটারি পন্য উৎপাদন

01728389052

জনাব মাসুম বিল্লাহ একজন স্যানিটারি পণ্য বিক্রেতা হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে এবং কোডেক—এসইপি প্রকল্প থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিয়ে কংক্রিট ব্লক ও সলিড ব্রিক্স উৎপাদনের জন্য প্রকল্পের সহায়তায় ঢাকা থেকে একটি ভাইব্রেটর সমৃদ্ধ হ্যান্ড প্রেস মেশিন ক্রয় করে পরিক্ষামূলক ভাবে কিছু সংখ্যক ইট তৈরী করেছে। এছাড়াও প্রকল্পের সহায়তায় তিনি একটি মিক্সার মেশিন ক্রয়, পণ্য উৎপাদনের জন্য নির্দিষ্ট স্থান/জায়গা ভাড়া নিয়েছে, অস্থায়ী  (গোলপাতা) শেড তৈরী এবং পন্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল (সিমেন্ট, বালি, পাথর কুচি, কেমিক্যাল ইত্যাদি) কারখানার পাশে সন্নিবেশ করেছে। বর্তমানে তিনি নতুন একটি শিল্প বৈদ্যুতিক  সংযোগ নিয়ে কারখানার উৎপাদন পরিবেশ সুন্দর করার জন্য কাজ করছেন।

তার ভবিষ্যৎ পরিকল্পনাঃ সে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী যেমন  সলিড ,হলো ব্লক, ইউনিব্লক, পার্কিং টাইলস তৈরির জন্য সুদুর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছেন। তার কারখানায় পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে যেখানে ৮/১০ জন মানুষের কর্মসংস্থান এর সুযোগ তৈরি হবে। পাশাপাশি এ সেক্টরে তার অভিজ্ঞতা রয়েছে সেজন্য বাজার সম্প্রসারণেও তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।