বিশ্ব মৃত্তিকা দিবস 2021

অদ্য ০৫ ডিসেম্বর ২০২১ তারিখ কোডেক এসইপিইকো ফ্রেন্ডলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস প্রকল্পের আওতায় বাগেরহাটে পালিত হলোবিশ্ব মৃত্তিকা দিবসএবারের প্রতিপাদ্য ছিললবনাক্ততা রোধ করিমাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করিউক্ত অনুষ্ঠানে স্টার পরিবেশ ক্লাব এর বিভিন্ন বয়সের সদস্যগন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ্যলি শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কোডেক এসইপি প্রকল্পের কর্মকর্তাগন অন্যান্য স্থানীয় প্রতিনিধিগণ।

11
120 views