সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ -উদ্যোক্তা প্রকৌশলী, রাজমিস্ত্রি ও পরিবেশগত চর্চা) বিষয়ক প্রশিক্ষণ
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পটুয়াখালী জেলার গলাচিপা শাখায়– উদ্যোক্তা,প্রকৌশলী রাজমিস্ত্রি ও অন্যান্য সদস্যদের নিয়ে (১৫ ও ১৬ ই মার্চ ২০২২) দুই দিন ব্যাপি (সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ –উদ্যোক্তা প্রকৌশলী, রাজমিস্ত্রি ও পরিবেশগত চর্চা) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী(LGED) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রকৌশলী(PIO) জনাব এম এম আসাদুজ্জামান আরিফ, কোডেক ক্ষুদ্র ঋন কার্যক্রম এর এলাকা ব্যবস্থাপক সাইদুর রহমান শাহিন, শাখা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, এস ই পি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যগণ।