CODEC-Affordable Resilient Housing by using eco bricks
CODEC-Affordable Resilient Housing প্রকল্পের মাধমে আমরা বাগেরহাট ও পটুয়াখালীতে প্রাথমিকভাবে ১০ টি পরিবারের সাথে হাউজিং নিয়ে কাজ করছি । এই হাউজিং গুলোর নকশা পরিবারগুলোর সাথে পারটিসিপেটরি ভিত্তিতে ডেভেলপ করা হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে প্রাকৃতিক আলো বাতাস এর ব্যাবস্থা , পরিবারের প্রয়োজন , দুর্যোগ সহনশীলতা, পানি ব্যাবস্থাপনা , ওয়াশ ফ্যাসিলিটি ও পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ এর ব্যাবহার নিয়ে কাজ করা হচ্ছে।