Learning Visit in Jessore
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার– কোডেক বাস্তবায়নাধীন এসইপি প্রকল্প , পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তির সম্প্রসারণ উপ প্রকল্পের আওতায় অদ্য ২৫শে মে ২০২২ তারিখে প্রকল্পের আওতাভুক্ত আগ্রহী ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্য থেকে কংক্রিট ব্লক, ব্রিক্স, ইউনি পের্ভাস, পার্কিং টাইলস ইত্যাদি উৎপাদনে আগ্রহী এবং হাইড্রোলিক ব্লক মেশিন, ভাইব্রেটর টেবিল, মিক্সার প্যান ক্রয় ও মেশিনের ব্যবহার সম্পর্কে সরেজমিনে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ এবং বাস্তবে কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক পরিদর্শন করা হয়।
