কোডেক এর নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্র, বাগেরহাট সংলগ্ন নিজস্ব জায়গায় ইকো ব্রিকস উৎপাদন ও প্রশিক্ষণ শুরু করেছে
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার–কোডেক এর নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্র, বাগেরহাট সংলগ্ন নিজস্ব জায়গায় ইকো ব্রিকস উৎপাদন ও প্রশিক্ষণ শুরু করেছে। অদ্য ৭ জুন’২০২২ খ্রিঃ তারিখে জনাব ওয়াফিক আলম (হেড অফ নলেজ ম্যানেজমেন্ট, প্রোগ্রাম ডেভেলপমেন্ট এ্যান্ড টেকনিক্যাল টিম–কোডেক) ইকো ব্রিকস উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন এবং নিজেও কিছু ব্রিকস উৎপাদনে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, কোডেক এর এই উদ্যোগ ইকো ব্রিকস উৎপাদন ও বিপননকে ব্যাপক ভাবে সম্প্রসারিত করবে। এছাড়াও পরিবেশের সুরক্ষায় সরকারী সিদ্ধান্ত বাস্তবায়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
