কোডেক এসইপি প্রকল্পেরর্ আওতায় মডেল ক্ষুদ্র উদ্যোক্তাদের মেশিন ও স্বাস্থ্য সুরক্ষা সরন্জাম বিতরণ

in বাংলাদেশ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)-এর সহযোগিতায় ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার- কোডেক  কর্তৃক বাস্তবায়িত “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)”- উপ-প্রকল্প ” বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তির সম্প্রসারণ , সাব-সেক্টর: পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী এর অধীনে মোঃ মাসুম বিল্লাহ- গোটাপাড়া, এরশাদ শেখ-সুন্দরঘোনা, বাগেরহাট সদর, খান জাহিদুল ইসলাম- কাজদিয়া, রুপসা,খুলনা  এই ৩ জন মডেল উদ্যোক্তাগনের মাঝে পরিবেশবান্ধব হলো ব্লক,সলিড ব্লক প্রস্তুতকারী মেশিন ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষামুলক উপকরণ প্রকল্প কর্তৃক হস্তান্তর/ বিতরণ করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন কোডেক ক্ষুদ্র-ঋণ কার্যক্রমের সিনিয়র যোনাল ম্যানেজার জনাব শেখ হাসানুর রহমান ও কোডেক-এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব লোকমান হোসেন সহ প্রকল্পের সকল কর্মকর্তাগণ।  তারা  প্রকল্প এলাকায় মডেল উদ্যেক্তা হিসেবে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছেন এবং তাদের উদ্যোগ ও কার্যক্রম দেখে আরও নতুন নতুন উদ্যেক্তা এ সেক্টরে তৈরি হবে বলে আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি তাদের মাঝে পরিবেশগত চর্চার অভ্যাস তৈরি হয়েছে। প্রত্যেকে ৩/৪ টি পরিবেশগত  চর্চা করে যাচ্ছেন। বাংলদেশে প্রতিবছর ভাটায় পোড়ানো ইট তৈরির জন্য প্রায় ৬০ কোটি টন জমির টপ সয়েল বা উর্বর মাটি ব্যবহার হচ্ছে। প্রায় ৪৮ লাখ টন কার্বন বা দূষিত বায়ু পরিবেশের সাথে মিশে পরিবেশের ক্ষতি করছে। এতে করে প্রতি বছর ১% আবাদী / উর্বর  জমির পরিমাণ কমে যাচ্ছে।  এ অবস্থা চলতে থাকলে ৮৮ বছরের মধ্যে দেশের উৎপাদনশীল জমি হারিয়ে যাবে। বাংলাদেশ খাদ্য ঝুঁকিতে পড়বে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন ও সম্প্রসারণ কল্পে কোডেক -এসইপি প্রকল্প কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি , আগামী ২০২৫ সালের মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুসারে ভাটায় পোড়ানো ইট উৎপাদন বন্ধ হবে  এবং সেই সাথে সকল সরকারী নির্মাণ কাজে পরিবেশবান্ধব  কংক্রিট ব্লক , সলিড ব্লক ব্যবহার  নিশ্চিত হবে।

দৈনিক পূর্বাঞ্চল

13-06-2022

Comments

Write a comment